ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মার বালুচরে আটকে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৭:১১ পিএম, ২১ জুন ২০২৪

পাবনায় আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে পদ্মার বালুচরে আটকে জাবের হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে চাচার বাড়িতে গিয়ে পদ্মা নদীতে গোসলে নেমে প্রাণ হারালো এক যুবক। নিহত যুবকের নাম জাবের হাসান (২৫)। সে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার মৃত আবু বক্করের ছেলে।

শুক্রবার (২১ জুন) দুপুর ১২টার দিকে চাচার বাড়ি পাবনার সাঁথিয়া এলাকার পদ্মানদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে তার মৃত্যু হয়।

নিহত জাবের হাসান রাজশাহী নার্সিং কলেজে পড়াশোনা করতেন।

জাবেরের বন্ধু তারেক হাসান জানান, দুপুরে জাবেরসহ তিন বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে বালুচরে জাবেরের এক পা আটকে যায়। তিনি অপর পা দিয়ে নিজেকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালালে ক্রমশ ডুবে যেতে থাকেন। এসময় সঙ্গীয় বন্ধুদের সাহায্য চাইলে ভয়ে কেউ এগোনোর সাহস পাননি। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে পানিতে ডুবে যান যাবের। পরে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বনপাড়া পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস