মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৩য় ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী আ.লীগ প্রার্থী আব্দুল হালিম ও পরাজিত আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ মন্ডলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বাবলু মিয়া (৩৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরাফাত হোসেন/এসএস/এমএস