ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিলীন হওয়ার পথে বহেরাতলা বাজার

প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৫ এপ্রিল ২০১৬

মাদারীপুরের শিবচরে প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী বহেরাতলা বাজারটি যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে বিলীন হওয়ার পথে।

জানা গেছে, ছোট-বড় প্রায় ৪০০শ` দোকান বিশিষ্ট বাজারের পাশেই একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা, একটি গালর্স হাই স্কুল, একটি কলেজ, একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, একটি মানসম্মত খেলার-মাঠ, পুকুরসহ এই বাজারটিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবেই ধরা হয়। তাছাড়া প্রতিদিন ইউনিয়নের শত শত মানুষের চিকিৎসাসেবাসহ বিভিন্ন প্রয়োজনে বহেরাতলা বাজার হয়ে উপজেলা সদরে আসতে হয়।

Madarepur

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, বাজারটি স্থাপনের পর থেকে ধীরে ধীরে ক্রেতা-বিক্রেতা বাড়তে থাকে এবং উন্নতি হতে থাকে। কিন্তু কয়েক বছর ধরে ধীরে ধীরে বাজারটিতে কেমন যেন মানুষজন কম দেখা যায়।

এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন, এই বাজারে আসার প্রত্যেকটা রাস্তাই ভাঙাচোরা ও যাতায়াতের অনুপযুক্ত। সে কারণে বেশির ভাগ মানুষই প্রতি সপ্তাহে হাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও তরি-তরকারি কিনে নিয়ে আসে। এ রকম অবস্থা চললে আমাদের ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে নয়তো বাজারের দোকানপাট ছেড়ে দিয়ে অন্যত্র যেতে হবে বলেও তারা জানান।

Madarepur

বহেরাতলা বাজার কমিটির সভাপতি নওয়াব মাদবর জানান, আমরা এই বাজারের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে চেষ্টা করছি। আশা করি, যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে এটা আবার আগের মতো জাক-জমকপূর্ণ হয়ে উঠবে।

নাসিরুল হক/এসএস/এমএস