গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬ দোকান
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি দোকান। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (২৩ জুন) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার তেবাড়িয়া বাজারের বেলায়েত হোসেনের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই মার্কেটের হাবিব শেখের তিনটি, রানা কাজী, আদিম ভূইয়া ও মফিজ শেখের একটি করে মোট ছয়টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় একঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। তবে তদন্ত শেষে সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।
এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপি নেতাকে গুলি: চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি
- ২ ঘন কুয়াশা-হিম বাতাসে স্থবির কুড়িগ্রামের জনজীবন
- ৩ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
- ৪ এনসিপি নেতাকে আ’লীগের কর্মী হিসেবে গ্রেফতার, ওসিকে আদালতে তলব
- ৫ হেডফোন কানে দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের