ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ পৌর যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক আলমগীর

প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৫ এপ্রিল ২০১৬

কিশোরগঞ্জ পৌর যুবদলের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আলমগীর হোসাইন। রোববার জেলা যুব দলের আহ্বায়ক অ্যাড. শরিফুল ইসলাম শরীফ ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।

কমিটির অপর কর্মকর্তারা হলেন- সিনিয়ির সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির ও সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম রুবেল।

জেলা যুবদলের আহ্বায়ক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, কিশোরগঞ্জ পৌর যুবদলের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং ওই কমিটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকায় সরকারবিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে সাবেক কমিটি বিলুপ্ত করা হয়।

আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তিন মাসের মধ্যে পৌর এলাকার ৯টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নতুন পৌর কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

নূর মোহাম্মদ/এসএস/এমএস