ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ বিয়ার জব্দ, দোভাষীসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৮ জুন ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ একটি কার্গো ট্রাক জব্দ করেছে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ বিয়ার জব্দ করা হয়। এসময় পায়রাবন্দরে চীনাদের সঙ্গে কর্মরত এক দোভাষীসহ তিনজনকে আটক করা হয়েছে।

কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ বিয়ার জব্দ, দোভাষীসহ আটক ৩

কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে। এসময় এক দোভাষীসহ তিনজনকে আটক করা হয়েছে।

কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ বিয়ার জব্দ, দোভাষীসহ আটক ৩

বিপুল পরিমাণ বিয়ার জব্দের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, নদীপথে পায়রাবন্দর থেকে এই বিয়ার আসছে। চালানটি ঢাকা যাওয়ার কথা ছিল। পায়রাবন্দর থেকে আমরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে পটুয়াখালী টোলপ্লাজা এলাকা থেকে কার্গো ট্রাকটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে বিয়ার ক্যানগুলো গণনা করা হচ্ছে। দুই ঘণ্টা পর বিস্তারিত জানানো যাবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস