ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙামাটিতে পৃথক দুর্ঘটনায় আ.লীগ নেতাসহ নিহত ৩

প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৬ এপ্রিল ২০১৬

রাঙামাটিতে পৃথক দুর্ঘটনায় বরকল উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সড়ক ও বজ্রপাতে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাত ৯টার দিকে শহরের পুরাতন হাসপাতাল এলাকার হযরত আব্দুল ফকির মাজারের সামনে পরস্পর বিপরীতগামী দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেনং রাখাইন (৫৩) গুরুতর আহত হন। তাকে সঙ্গে সঙ্গে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অন্যদিকে, সোমবার সন্ধ্যার দিকে আকস্মিক ঝড়ো-হাওয়ায় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই জেলার লংগদু উপজেলার ঝর্নাটিলা এলাকার বাসিন্দা মো. শাহ জালাল (৩৫) এবং একই সময়ে কালাপাকুজ্যা এলাকার বাসিন্দা মো. শহীদ হোসেনের মেয়ে সালমা আক্তারের (১৪) মৃত্যু হয়।

মঙ্গলবার লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেন।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/পিআর