ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরোয়ার

খালেদা জিয়া নির্বাচন করলে শেখ হাসিনা জিততে পারবেন না

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৩ জুলাই ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে এলে সেই নির্বাচনে শেখ হাসিনা জিততে পারবেন না। এজন্যই মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না।

বুধবার (৩ জুলাই) দুপুরে ভোলা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব রাইসুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস