ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা কেন্দ্রে পানি

বাঘাইছড়িতে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৩ জুলাই ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উঠে গেছে পরীক্ষা কেন্দ্রে। এ অবস্থায় বৃহস্পতিবারের (৪ জুলাই) এইচএসসি ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বাঘাইছড়িতে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

তিনি জানান, রাঙ্গামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার কাচালং সরকারির কলেজেও পানি উঠে গেছে। কাচালং সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, যদি শুক্র ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায় তাহলে যথারীতি রোববার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলার সিজক কেন্দ্রের পরীক্ষা যথারীতি চলবে।

বাঘাইছড়িতে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, কাচালং সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৪৬৮ জন এবং স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ১৭৪ জন।

শনিবার (২৯ জুন) থেকে টানা বৃষ্টিতে জেলার বাঘাইছড়ির আট ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ৩২ গ্রামের চার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এ অবস্থায় মঙ্গলবার (২ জুলাই) ৩-৫ ফুট পানির মাড়িয়ে পরীক্ষা দিতে যান এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবারও একইভাবে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় করে পার হয়ে পরীক্ষা দিতে যান।

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস