ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৫ জুলাই ২০২৪

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ি বাজার শশরা চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে ট্রাকচালক হাসু (৪০) ও নাবিল কোচের হেলপার নিহত হন। অন্যদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রী নিয়ে নাবিল পরিবহনের একটি বাস রাণীশংকলে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক আম বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। দুটি গাড়ি পাঁচবাড়ি বাজারের চকরামপুর শশরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।


মো. মাহাবুর রহমান/জেডএইচ/জিকেএস