ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

সাতক্ষীরা সদরের কাটিয়া দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিষয়টি প্রশাসনের নজরে আসায় মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী জাগো নিউজকে জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের পাশে থাকা বড় একটি গাছ ভবনের উপর হেরে পড়ে। গাছটি বন বিভাগের হওয়ায় লিখিতভাবে বিষয়টি তাদের জানানো হলেও অদ্যবদি কোনো পদক্ষেপ গ্রহন করেননি। বিদ্যালয়ে ২১০ জন শিক্ষার্থী লেখাপড়া করে।

pc-sat

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী জাগো নিউজকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের সতর্কতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার করতে বলা হয়েছে।

অন্যদিকে, গাছটি অপসারণের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি