ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরে স্বেচ্ছাসেবক লীগের সভায় হাতাহাতি

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ডাকবাংলোর অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। পরে দলের সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

Raipur

দলীয় সূত্র জানায়, ঘটনার সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা শুরু হয়। এসময় উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের প্রার্থীদের পক্ষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে সভাপতি প্রার্থী আবদুল্লাহ আল-মামুন নেতাকর্মীদের সঙ্গে তানভির হায়দার চৌধুরী রিংকুর অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনসহ সিনিয়র নেতারা উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজুর রহমান মাসুদ বলেন, প্রার্থীতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

কাজল কায়েস/এআরএ/এবিএস