নাতনিকে উত্ত্যক্ত : আহত একজনের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃক্তদের হাতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান খুনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার ছোট ভাই মিজানুর রহমান। বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান ও তার ছোট ভাই মিজানুর রহমান এশার নামাজ শেষে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তদের হাতে খুন হন শিক্ষক মজিবর রহমান। এতে গুরুতর আহত হন ছোট ভাই মিজানুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মিজানুর রহমানের মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলবখাটে যুবক আরিফুল ইসলাম আরিফ। বার বার সতর্ক করেও কোনো লাভ না হওয়ায় সোমবার আরিফের বিরুদ্ধে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান। পরে পুলিশ আরিফকে ধরে নিয়ে গেলেও ক্ষমতাসীনদের চাপে সমঝোতা করতে বাধ্য হন মজিবর রহমান।
পরিবারের অভিযোগ, ছাড়া পেয়েই মজিবর ও মিজানুরকে হত্যার পরিকল্পনা করে আরিফ। সোমবার রাতে এশার নামাজ শেষে দুই ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন মজিবর। পথে আরিফের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এক ভাই দৌড়ে পালিয়ে গেলেও মজিবর ও মিজানুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মজিবর রহমান। আর মিজানুর রহমান বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম খন্দকার জানান, ঘটনার পর থেকেই আরিফ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
পুলিশের দাবি, তারা ঘটনায় জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করেছে। অভিযান চালানো হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। নৃশংস এই জোড়া খুনের ঘটনায় মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা থানায় বখাটে আরিফুল ইসলাম আরিফসহ ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আল-মামুন সাগর/এসএস/পিআর