ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: ০৫:১০ এএম, ২৭ এপ্রিল ২০১৬

চলতি মৌসুমে জয়পুরহাটে ভুট্টার আবাদ বাড়ায় বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। তাই তাদের মধ্যে খুশির আমেজ দেখা যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় এ বছর ৩৪৪ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলায় ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৬৫৬ মেট্রিক টন। এরই মধ্যে ৬৪২ হেক্টর জমিতে ভুট্টার আবাদ সম্পন্ন হয়েছে ও  ভুট্টাও ধরতে শুরু করেছে।

জয়পুরহাট জেলায় এবার মোট ৬৪২ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৩৬৫ হেক্টর, পাঁচবিবি উপজেলায় ১৭৭ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ২৫ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ৭৫ হেক্টর।

কম খরচে অধিক লাভজনক ফসল হওয়ায় জেলায় দিন-দিন ভুট্টার চাষ ব্যাপকহারে বেড়েছে। ভুট্টা চাষে খরচ কম এবং হাইব্রিড জাতের ভুট্টার ফলনও ভালো।

জয়পুরহাট জেলা সদরের পুরানাপৈল এলাকার কৃষক আমজাদ হোসেন ও তসলিম জানান, এবার ভুট্টার ফলন খুব ভালো হয়েছে এবং বাজারে দামও ভালো আছে। আমরা আশা করছি খরচ বাদে আমাদের বিঘা প্রতি ১৫-২০ হাজার টাকা লাভ হবে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এ জেড এম সাব্বির ইবনে জাহান জানান, ভুট্টা একটি ঝুঁকিমুক্ত ফসল। সময় মতো কৃষকরা বীজ ও সার পাওয়ায় ফলন খুব ভালো হয়েছে। যদি সঠিক সংরক্ষণ ও বাজারজাত করা যায় তাহলে কৃষকরা আরও উপকৃত হবে।

রাশেদুজ্জামান/এসএস/পিআর