ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশিত: ০৬:১০ এএম, ২৭ এপ্রিল ২০১৬

মাদারীপুরের শিবচরের নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা বোরহান আকন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটুয়ারী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বোরহান আকনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ একই বাড়ির মোহাম্মদ আকনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই বুধবার বেলা ১১টার দিকে একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই সকাল ১০টার সময় নিহত বোরহান আকনের সঙ্গে চাচাতো ভাই মোহাম্মদ আকনের কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে।

মোহাম্মদ আকনের ছেলে ইব্রাহিম আকন, রিজু আকনসহ ৪/৫ জন বোরহান আকনের উপর হামলা চালায়। এ সময় ভাতিজা ইব্রাহিম আকনের হাতড়ির আঘাতে ঘটনাস্থলেই বোরহান আকন নিহত হয়। এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

নাসিরুল হক/এসএস/এমএস