ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৭ এপ্রিল ২০১৬

৪থ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার দিঘীরপার ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, আউটশাহী ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ৩ জন আহত হয়। আহতরা টংগীবাড়ি হাসপাতালে চিকিৎসা নেয়।

টংগীবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, ‘সংঘর্ষের খবর আমরা জেনেছি। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু`জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ইটের আঘাতে তাদের মাথা ফেটে গেছে। অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএস/এমএস