ইউপি নির্বাচন : ঈশ্বরদীতে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত
আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য ঈশ্বরদীর ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বিএনপি তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই করলেও আওয়ামী লীগ তা করেনি। আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী করা হয়েছে-পাকশীতে এনামুল হক বিশ্বাস, লক্ষ্মীকুন্ডায় আনিছুর রহমান শরিফ, সাহাপুরে মতলেবুর রহমান মিনহাজ, ছলিমপুরে আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ায় বকুল সরদার, মুলাডুলিতে সেলিম মালিথা, সাঁড়ায় এমদাদুল হক রানা সরদার।
বিএনপির প্রার্থীরা হলেন- পাকশীতে জাকিউল ইসলাম তপন সরদার, লক্ষ্মীকুন্ডায় নুরুন্নবী বিশ্বাস নুন্নু, সাহাপুরে নেফাউর রহমান রাজু, ছলিমপুরে শাহরিয়ার আহমেদ শহীদ সরদার, দাশুড়িয়ায় আমিনুল ইসলাম কেনেডি, মুলাডুলিতে সিরাজুল ইসলাম সরদার ও সাঁড়ায় আক্কাস আলী।
আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর