কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: কামাল হোসেন
কুমিল্লার বরুড়ায় কামাল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ আগস্ট) দুপুরে বরুড়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন পাটোয়ারী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কামাল হোসেন বরুড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদল নেতা কামাল হোসেন দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান