ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৈষম্যবিরোধী আন্দোলন

একমাস লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন গুলিবিদ্ধ রাহুল

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১০ আগস্ট ২০২৪

দিনাজপুরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এইচএসসি পরীক্ষার্থী রাহুল ইসলাম (১৮) মারা গেছেন। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহুল ইসলাম সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার মহারাজপুর বিজুলশাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি এবার রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

গত ৪ জুন দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অসংখ্য টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে করে গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৫০ জন। রাহুল ইসলাম ওইদিন দুপুরে কোট চত্বরে গুলিবিদ্ধ হন। তাকে আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিন ভাইয়ের মধ্যে রাহুল ইসলাম সবার ছোট। তার বাবা পেশায় মাছ ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে একভাই ঢাকায় বেসরকারি চাকরি করেন এবং এক ভাই দিনাজপুর শহরে মোবাইলের দোকানে কাজ করেন।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ওয়ার্ড মাস্টার মাসুদ রানা রাহুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস