ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলার শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, বান্দারদিয়া গ্রামের মালেক খাঁনের ছেলে রিপন খাঁন (১২) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে শরিফুল মিয়া (১২)। এদের মধ্যে শরিফুল শিবপুর পৌর মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারের লোকজন ও পুলিশ জানায়, বিকলে রিপন ও শরিফুল সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের সাইকেলটি বান্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শরিফুলকে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিবপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোল্লা আজিজুর রহমান বলেন, শিবপুর পেট্রলপাম্পের সামনে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ফেলে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিকে আটক করে। ৎ

সঞ্জিত সাহা/এমএএস/এমএস