সুন্দরবনে আগুনে পুড়ছে সুন্দরীসহ মূল্যবান উদ্ভিদ : গ্রেফতার ১
সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে খলিলুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। খলিলুর রহমান উত্তর রাজাপুর গ্রামের চাঁন মিয়ার হাওলাদারের ছেলে।
শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার মো. শাহ আলম মিয়া বলেন, আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
এর আগে চলতি বছরের ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় পৃথক আগুনের ঘটনায় বন বিভাগ শরণখোলা থানা এবং বন আদালতে দুটি মামলা দায়ের করে।
তবে ওই দুটি মামলার কোনটিরই এজাহারনামীয় আসামি নয় খলিলুর রহমান। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
এদিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় বুধবার লাগা আগুন ৩য় দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিক্ষিপ্তভাবে এখনও বনের গহীণে জ্বলছে আগুন। যদিও শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে বন বিভাগ। তবে ফায়ার সার্ভিসকে এখনো প্রত্যাহার করা হয়নি। তারা বনে থেকে বনকর্মীদের সঙ্গে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সেখানেই অবস্থান করবে এমন কথা বলছেন বন বিভাগ। 
শুক্রবারও সন্ধ্যার আগেও চাঁদপাই রেঞ্জের তুলাতলার বিভিন্ন এলাকার বনে প্রত্যক্ষদর্শীরা আগুনের সঙ্গে ধোয়ার কুন্ডলী দেখতে পেয়েছে। ২৭ এপ্রিল বিকেলে বনের তুলাতলা এলাকায় নতুন করে আগুন লাগে। আগুন লাগা গহীণ এ বনের স্থানে রয়েছে সুন্দরী, গরানসহ নানা মূল্যবান উদ্ভিদ। আগুনে কি পরিমাণ বনভূমি পুড়েছে তা শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে জানাতে পারেনি।
এদিকে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সি এফ ) মো. জহির উদ্দিন সুন্দরবনে বার বার আগুন লাগার ঘটনার পর শুক্রবার থেকে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ তথা পূর্ব সুন্দরবন বিভাগে রেড এলার্ট জারি করেছে। বন্ধ করার নির্দেশ দিয়েছে সকল প্রকার পাশ পারমিটের। এমনকি ইতোপূর্বে যারা পাশ নিয়ে বনে প্রবেশ করছে তাদেরকে যতদ্রুত সম্ভব বেরিয়ে যেতে বলেছেন।
সুন্দরবনের তুলাতলা এলাকায় বুধবার বিকেলে লাগা আগুন-বাতাস ও তীব্র তাপ প্রবাহে দ্রুত কয়েক কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের গত তিন দিন ধরে নেভাতে অাপ্রাণ চেষ্টা চলছে। বনের এক প্রান্তের আগুন নেভাতে পানি ছিটানো হলেও অপর প্রান্তে পৌছাতে অনেক সময় লেগে যাছে তাদের। এর মধ্যেও রয়েছে সুন্দরবনের অভ্যন্তরে খালে পানিরসমস্যা। এ অবস্থায় সুন্দরবনের আগুন নেভাতে মোড়েলগঞ্জ, শরণখোলা, বাগেরহাট ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে খুলনা ফায়ার সার্ভিসের কর্মীরা। আগামীকাল শনিবারও তাদের কাজ অব্যহত থাকবে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, নাশকতার উদ্দেশেই এবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতলার উত্তর পাশে ও আন্দারমানিক এলাকায় অন্তত্য ১৫/২০টি স্থানে আগুন দেয় দৃষ্কৃতিকারীরা।
শওকত/এমএএস/এমএস