দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। এ সকল প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং অর্থনীতির চাকা সচল হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় খুলনা বিআইডব্লিউটিএ’র স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী এসময় লঞ্চ টার্মিনাল মেরামত ও চলমান সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং টার্মিনালের রাস্তা দ্রুত ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন।
তিনি বলেন, সার ও সিমেন্ট রাখার জন্য গোডাউন ব্যবহারে সরকারি নীতিমালা যথাযথ অনুসরণ করতে হবে। যাদের কাছে রাজস্ব বকেয়া আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে সংশিষ্ট কর্মকর্তাদের আরও তদারকী বাড়াতে হবে। টার্মিনালের ঘাটগুলো দ্রুত দখলমুক্ত করা এবং বিআইডব্লিউটিএ’র আবাসিক ভবন সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও তিনি নির্দেশ দেন।
এসময় মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী নজিবুল হক খান, বন্দর বিভাগের উপপরিচালক একেএম কায়সারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলমগীর হান্নান/এমএএস