ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেবরের কুড়ালের কোপে ভাবি নিহত

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১২ আগস্ট ২০২৪

ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের হাতে রহিমা খাতুন (৪৫) নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় দেবর আজহারুলকে (৫০) আটক করেছে পুলিশ।

সোমবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ঘোষবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা ওই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ও আটক আজহারুল সেকান্দর আলীর ছেলে। তারা সম্পর্কে দেবর-ভাবি।

নিহত রহিমার ছেলে আব্দুর রহিম বলেন, কিছুদিন আগে আমার বাড়ির ডিসলাইনের সংযোগ বিষয়ে চাচা আজহারুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি আমাদের ঘরের বিদ্যুৎ সংযোগের লাইন কেটে দেন। বিষয়টি আমরা বিদ্যুৎ অফিসকে জানালে আজহারুল আমার এবং আমার মায়ের প্রতি ক্ষিপ্ত হন এবং হত্যার হুমকি দিতে থাকেন। আজ দুপুরে হঠাৎ কুড়াল নিয়ে মায়ের ওপর আক্রমণ করে প্রথমে হাত ও পরে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা মারা যান। পরে স্থানীয়রা টের পেয়ে আজহারুলকে ধাওয়া করে নলুয়া গ্রামের ধানক্ষেত থেকে আটক করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, এ ঘটনায় জড়িত আজহারুল নামের একজন আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম