হিলি বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাতায়াত শুরু
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতের যাত্রী পারাপার শুরু হয়েছে। এর আগে ৯ দিন ধরে ভ্রমণ ভিসায় এ বন্দর দিয়ে যাতায়াত বন্ধ ছিল।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরদিন থেকে হিলি স্থলবন্দরে ভারতগামী যাত্রী পারাপার বিষয়ে সতর্ক থাকে ইমিগ্রেশন পুলিশ। এতে চিকিৎসা ভিসা, স্টুডেন্ট ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও বন্ধ থাকে ভ্রমণ ভিসা যাত্রী পারাপার।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ক'দিন আগে এ বন্দর দিয়ে তিন থেকে চারশ যাত্রী পারাপার হলেও এখন তা পঞ্চাশ থেকে ষাট জনে নেমেছে।
ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, সকল পাসপোর্টধারী যাত্রী পারাপারের বিষয়েই আমরা সতর্ক রয়েছি। ধীরে ধীরে সব সচল হয়ে যাবে। অধিকতর যাচাই করে ভ্রমণ ভিসাই যাত্রী পারাপার শুরু হয়েছে।
মো. মাহাবুর রহমান/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান