নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মুন্সিবাড়ির সাইফুল ইসলামের ছেলে মো. সাইমুন হোসেন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো. ঈশান হোসেন (৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে দুই শিশুর মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তারা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরে ভেসে ওঠে। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, ঘটনাটি স্থানীয়রা জানিয়েছে। তবে নিহত দুই শিশুর পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ