ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা

মা ও শিশু কল্যাণে কেন্দ্রে সেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৭ আগস্ট ২০২৪

গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবাদান নিশ্চিতের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের নুরুলগঞ্জ হাটে ছাত্র ও জনগণের ব্যানারে এ কর্মসূচি হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সমাজসেবক কাজী আব্দুল খালেক, দিদারুল ইসলাম মামুন ও মোহাম্মদ মাহিমসহ স্থানীয় অনেকেই।

বক্তারা বলেন, বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকসহ সাতজন স্টাফ থাকার কথা থাকলেও চলছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, মিডওয়াইফ ও আয়াসহ মাত্র তিনজন দিয়ে। অ্যাম্বুলেন্সের জন্য ঘর থাকলেও খোঁজ নেই অ্যাম্বুলেন্সের। হাসপাতালের মাঠ দখল করে সবজি চাষ করছেন প্রভাবশালীরা। সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বর বাড়ে মাদকসেবীদের উৎপাত। জরাজীর্ণ গেটসহ খালি পড়ে আছে ডেলিভারি কক্ষ।

এসময় বক্তারা দ্রুত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সংস্কার করে, পর্যাপ্ত জনবল নিয়োগ করে পূর্ণাঙ্গরূপে ২৪ ঘণ্টা সেবাদান নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধন শেষে নুরুলগঞ্জ হাট থেকে বিক্ষোভ মিছিল বের করে বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসেন জিত প্রণয়ন মিশ্র বলেন, বিষয়গুলো সম্পর্কে আমার জানা ছিল না। আজকেই ওই কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

এ এইচ শামীমম/জেডএইচ/এমএস