ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

ছাত্র-জনতার রক্তে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করতে চায় আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৭ আগস্ট ২০২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করতে চায় আওয়ামী লীগ। তাদের এ পরিকল্পনা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে হাতিয়ার আলী বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, সাবেক সরকারের প্রেতাত্মারা আমাদের লোকজনের সঙ্গে মিশে বিভিন্ন স্থানে লুটতরাজ-ভাঙচুর-চাঁদাবাজি করছেন। এ ধরনের অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সজাগ থাকবেন। হিন্দু-মুসলমান কারো বাড়িঘর-দোকানপাটে কোনো ধরনের হামলা বা লুটপাট যেন না হয়।

ছাত্র-জনতার রক্তে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করতে চায় আওয়ামী লীগ

এর আগে হাতিয়ার আলী বাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভীর করব জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করেন।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজিব, বিএনপির নেতা অ্যাডভোকেট সাহদাৎ হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমএস