ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দীপু মনি গ্রেফতার, চাঁদপুরে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৮:১৯ এএম, ২০ আগস্ট ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি রাজধানীতে গ্রেফতার হওয়ার খবরে চাঁদপুরে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃষ্টি উপেক্ষা করে সোমবার (১৯ আগস্ট) রাতে শহরে এসব কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দীপু মনির নামে দুয়োধ্বনি দিতে থাকেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, অবৈধ হাসিনা সরকারের আমলে দীপু মনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে। আমরা তার কঠিন বিচার চাই।

শরীফুল ইসলাম/এফএ/জিকেএস