হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতি
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি পালন করেন ডাক্তার, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে হামলাকারীকে গ্রেফতারে সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা। এরপর থেকে সেনাবাহিনীর উপস্থিতিতে হাসপাতালে ফের রোগীদের সেবা দেওয়া শুরু হয়।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিন উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে এসে একজন দুর্বৃত্ত ডাক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। এটি ন্যক্কারজনক। এ ঘটনায় ডাক্তার, নার্সসহ কর্মকর্তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আমরা হামলাকারীকে গ্রেফতারের দাবি জানাই। সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা এসে হামলাকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে কর্মবিরতি আপাতত প্রত্যাহার করি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এমএস