ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে বাসচাপায় নিহত ২

প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০১ মে ২০১৬

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর এলাকায় বাসচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরো ১০ বাসযাত্রী আহত হন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কলাপাড়ার নীলগঞ্জ এলাকার রহমান (৭০) এবং আরিফ (২৭)। আহতদের মহিপুর ও কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, কলাপাড়ার নীলগঞ্জের রহমান ও আরিফ মহিপুরে ওয়াজ মাহফিল শুনে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রাবাহী বাস বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা হাসপাতল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এআরএ/এমএস