ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে শিশু শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০১ মে ২০১৬

মহান মে দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে স্বর্ণ দোকানের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার চট্টগ্রামের হাজারী গলি এলাকার খালেক মার্কেটের ভবন থেকে পড়ে শিশু শ্রমিক নয়ন ধর মারা যায়।

পুলিশ জানা নয়নের মুখসহ শরীরের বিভিন্ন অংশে এসিডের দাগ রয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী জানান, সকালে ভবন থেকে পড়ে স্বর্ণের কারিগরের সহযোগী শ্রমিক নয়ন ধর গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।  

কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজু আহমেদ জানান, নিহত নয়ন ধরের মুখ ও বুকে এসিডে পোড়ার চিহ্ন রয়েছে।

জীবন মুছা/এনএফ/এমএস