সুনামগঞ্জে ২০০ কেজি ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে দুইশ` কেজি ইয়াবাসহ আবুল কাশেম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। রোববার রাতে উপজেলার চারাগাঁও সীমান্ত সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কাশেম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে এএসআই তপন দাশের নেতৃত্বে আবুল কাশেমকে স্থানীয় জঙ্গলবাড়ি এলাকা থেকে রাতে আটক করা হয়। এ সময় তার কাছে দুইশ` কেজি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএস/আরআইপি