কুমার নদে ভেসে এলো অজ্ঞাত মরদেহ
ফাইল ছবি
মাদারীপুরে কুমার নদ থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রাজৈর উপজেলার কালিবাড়ি বাজারের পাশে কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার কালিবাড়ি বাজারের পাশে কুমার নদে সন্ধ্যার দিকে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে রাজৈরের কবিরাজপুর নৌফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায়। তারা রাজৈর থানা পুলিশকে খবর দেয়। পরে যৌথভাবে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
রাজৈর থানার পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান