ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মধুখালীতে ভাই-বোনের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০২ মে ২০১৬

ফরিদপুরের মধুখালী উপজেলার চরবাগাট গ্রামের তকি মোল্লা (৫) ও ছয় মাস বয়সী তাহেরার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে তাদের নিজ বাড়ি থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার রাতে তাসলিমা তার ছেলে তকি ও তাহেরাকে নিয়ে খাওয়া-দাওয়া করে ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তাসলিমা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এসময় নিহতদের ফুফু ইরানী বেগম শিশুদের ঘুম থেকে উঠাতে গিয়ে তাদের কোনো সারা শব্দ নেই। রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার এসআই মো. গিয়াস উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এস.এম. তরুন/এআরএ/এবিএস