ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্যায় ভেঙে যাওয়া রেগুলেটর নির্মাণের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪

ছোট ফেনী নদীর ওপর মুছাপুরে পানি উন্নয়ন বোর্ড নির্মিত ২৩ গেটের রেগুলেটর বন্যার পানির তোড়ে ভেঙে গেছে। এটি পূর্ণ নির্মাণের দাবিতে ফেনীর সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন করেছে সোনাগাজীবাসী। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন হয়।

স্থানীয় সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আব্দীন বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি মো. বদরুদ্দৌজা, পৌর আমির মাওলানা কালিমুল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা হিজবুল্লাহ প্রমুখ।

সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নির্মাণের সময় ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছিল। ফলে স্বল্প সময়ের মধ্যে রেগুলেটরটি ভেঙে পড়ে। তৎকালীন প্রভাবশালীদের সহায়তায় কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে রেগুলেটরটি নির্মাণ হয়।

সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সীমান্তবর্তী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সীমানায় ছোট ফেনী নদীর ওপর ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে রেগুলেটরটি নির্মাণ হয়। সোনাগাজী ও নোয়াখালী এলাকার ১ দশমিক ৩০ লাখ হেক্টর জমির ফসলকে লবনাক্ততা থেকে সুরক্ষা ও জোয়ারের পানি থেকে এলাকাকে সুরক্ষার জন্য রেগুলেটরটি নির্মাণ হয়েছিল।

কিন্তু পানির চাপে থাকায় ২৬ আগস্ট সকালে রেগুলেটরটি ভেঙে যায়। এতে স্থানীয় জনগণের মাঝে উজানের পানি উৎকণ্ঠা আরও বাড়িয়ে দেয়।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস