১০ লিটার ডিজেলে এক লিটারই কম, পেট্রোল পাম্প সিলগালা
১০ লিটার ডিজেলে এক লিটারই নেই! ফাঁকি রয়েছে পেট্রোল, অকটেনের মেশিনেও। এমনই প্রতারণা ধরা পড়ায় যশোরের একটি পেট্রোল পাম্প সিলগালা করে দেওয়া হয়েছে।
প্রতারণার এমনই ঘটনা ঘটেছে যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা ফিলিং স্টেশনে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে নিয়ে বিএসটিআই অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রজনীগন্ধা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির ডিজিটাল মেশিনে কারচুপির বিষয়টি জানতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলন যশোরের শিক্ষার্থীরা। এমন তথ্য পেয়ে আজ দুপুরে বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই পেট্রোল পাম্পে অভিযান চালান। এসময় জ্বালানি তেল বিক্রিতে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পাওয়া যায়। এরপর রজনীগন্ধা ফিলিং সেন্টারের অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) সিলগালা করে দেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।
বিএসটিআইয়ের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ বলেন, শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ জানালে তাদের নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই পাম্পের ডিজিটাল তেল বিক্রির মিটার মেশিনে ত্রুটি পাওয়ায় এবং প্রতারণার সত্যতা পাওয়ায় পাম্পের তিনটি মেশিন সিলগালা করা হয়েছে।
মিলন রহমান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান