৩ দিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
ফাইল ছবি
দৈনিক ১৭শ মে.টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারো উৎপাদন শুরু করেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ কারখানার উদৎপাদন বন্ধ করে দিয়েছিলো।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মাহবুবা সুলতানা জানান, দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার রিয়াক্টার বাল্বের আউটলেটে লিকেজ দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিলো। সোমবার ভোর ৪টার দিকে যমুনা সার কারখানার ত্রুটি মেরামত করে কারখানার উৎপাদন শুরু করা হলেও আবারো সমস্যা দেখা দিলে তা বন্ধ করে দেওয়া হয় এবং সন্ধ্যা ৭টার দিকে পুনরায় কারখানার উদৎপাদন শুরু করা হয়েছে।
শুভ্র মেহেদী/ এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে