ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে জেএমবি সহোদরকে তিনদিনের রিমান্ড

প্রকাশিত: ১০:৩২ এএম, ০৩ মে ২০১৬

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্যের মধ্যে দুই সহোদরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের সাহেব আলীর দুই ছেলে মাসুদার রহমান ওরফে ইব্রাহীম ওরফে মাসুদ (৪২) ও মোশাররফ হোসেন (৩৮)।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, শুনানী শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। নীলফামারী ডিবির এসআই এরশাদ হোসেন তাদের বিরুদ্ধে নীলফামারী থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৭/৮/৯/১০/১২/১৩/১৪ ধারায় মামলা দায়ের করেন।
 
সূত্রমতে, নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা নীলফামারীতে পুনরায় গোপনে সংবদ্ধ হচ্ছে। তারা পুলিশ, বিচারক, পীর ও খাদেমসহ অন্য ধর্মাবলীদের নাস্তিক আখ্যায়িত করে হত্যার ছক করছে। এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহমানকে (২৫) আটক করে নীলফামারী ডিবি পুলিশ।

পরে তার স্বীকারোক্তিমূলোক জবানবন্দী অনুসারে ৩০ এপ্রিল ওই দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি হাতবোমা, একটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। সোমবার তাদের তিনজনকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জাগো নিউজকে জানান, জেএমবির সদস্য ওই দুই ভাই নীলফামারীসহ রংপুর অঞ্চলের কয়েকজন ব্যাক্তিকে হত্যার পরিকল্পনা করছিল। তাই তাদের তালিকাসহ অন্যান্য জঙ্গিদের আটকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/এবিএস

আরও পড়ুন