ঈদুল ফিতরে উপমহাদেশের সবচেয়ে বড় জামাত হবে দিনাজপুরে
আগামী ঈদুল ফিতরে দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে বাংলাদেশের তথা উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত। সেই লক্ষে ঐতিহ্যবাহী গোর-এ শহীদ বড় ময়দানে ঈদগাহ মিনারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
দেশের এই বৃহত্তম মিনারের কাজে ইতোমধ্যেই ৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই ময়দানটি অতীত এতিহ্য ফিরিয়ে আনতে সরিয়ে ফেলা হচ্ছে স্টেশন ক্লাব। ক্লাবটি অন্যত্র নির্মাণে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপরোক্ত তথ্যগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।20160503123447.jpg)
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ শহীদ ময়দানে ঈদগাহ মিনারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইনশাল্লাহ আগামী ঈদুল ফিতরের নামাজ এই মিনারেই আমরা আদায় করতে পারবো। ভারতের কুতুবডাঙ্গার মিনার বা বিশ্বের অন্য কোনো দর্শনীয় মিনারের চেয়েও এটি আরো সুন্দর মনোমুগ্ধকর ও অত্যাধুনিকভাবে নির্মিত হচ্ছে। যা দেখার জন্য বাহির থেকেও লোক আসবে এ আমার বিশ্বাস। বিশাল এ গোর-এ শহীদ ময়দানে কোনো স্থাপনা নির্মাণ নয়, জনগণের জন্য উন্মুক্ত রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর স্টেশন ক্লাবকে অন্যত্রে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে। যার জন্যও ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অচিরেই স্টেশন ক্লাব গোর-এ শহীদ বড় ময়দান থেকে গুটিয়ে নিয়ে তাদের নিজস্ব জায়গায় চলে যাবে। বড় মাঠেই হবে শোলাকিয়ার চেয়েও সর্ববৃহৎ ঈদ জামাত।
জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলহাজ আমজাদ আলী, পুলিশ সুপার মো. রুহুল আমিনসহ স্থানীয় আ.লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচার ক্যাম্পে এগিয়ে ধানের শীষ-হাতপাখা, পিছিয়ে বাকিরা
- ২ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ৩ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৪ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৫ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা