অনাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়ছে আম : ফলনেও বিপর্যয়
অনাবৃষ্টি ও সূর্যের অতিরিক্ত তাপমাত্রায় চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে ঝরে পড়ছে আম। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে আমচাষি ও বাগান মালিকরা। আমের পরিচর্যা করতে যে খরচ হচ্ছে সে পরিমাণ অর্থ ফেরত না পাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।
কৃষি বিভাগ জানায়, মৌসুমের শুরু থেকেই প্রাকৃতিক দুর্যোগ ও দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় আমের বোটা শুকিয়ে গিয়ে প্রতিদিনই আম ঝরে পড়ছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার হযরত আলী জানান, তিনি এ বছর প্রায় ১৪ লাখ টাকার আম বাগান কিনেছেন। মৌসুমের শুরু থেকেই প্রাকৃতিক দুর্যোগের কারণে তার আসল টাকাও উঠে আসবেনা। গত দুই বছর ফরমালিন আতঙ্কের কারণে আমের নায্য মূল্য পাওয়া যায়নি। এবছর অনাবৃষ্টির কারণে অধিকাংশ আম ঝরে পড়েছে। সে কারণ আমচাষিরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে।
শিয়ালা মহল্লার বাগান মালিক ওবাইদুল হক জানান, এসময় কয়েকবার বাগান হাত বদল হয়, কিন্তু আবহাওয়া আমের অনুকূলে না থাকায় বাগানের আম কিনতে এখন পর্যন্ত কোনো গ্রাহক আসেনি। আমের পরিচর্যা করতে যে পরিমাণ খরচ হয়েছে। বাগান বিক্রি করে সে টাকাও উঠে আসবেনা।
চাঁইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে গিয়ে দেখা গেছে, গাছ থেকে ঝরে পড়া আম ৮ থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সাজদার রহমান জানান, এ বছর জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ৪৭০ হেক্টর জমির আম বাগানে ৯০ ভাগ আম গাছে মুকুল এসেছিল। কিন্তু মুকুল ফোটার সময় গত ৬ মার্চ ৬ মি.মি. বৃষ্টিপাত হওয়ায় কিছু মুকুল নষ্ট হয়ে যায়। এরপর ১২ এপ্রিল জেলায় শিলা বৃষ্টির কারণে আমের গুটি ঝরে পড়ে। সর্বশেষ টানা খরার কারণে আমের বোটা শুকিয়ে গিয়ে ঝরে পড়ছে আম। সে কারণে এ বছর জেলায় আমের লক্ষ্যমাত্রা পূরণ হবেনা।
গত বছর জেলায় ২৪ হাজার ২৬৭ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব ও গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা জানান, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় আমের বোটা শুকিয়ে যাচ্ছে। সে কারণে আম ঝরে পড়ছে। সূর্যাস্তের পর এবং ভোর রাত থেকে সকাল আটটার মধ্যে আম গাছের গোড়ায় সেচ এবং গাছে স্প্রে করার পরামর্শ প্রদান করেন তিনি।
এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে