রাজবাড়ীতে সংখ্যালঘু প্রার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
আগামী ৭ মে ইউপি নির্বাচনের রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউপির ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী ও ইউপি যুবলীগের সহ-সভাপতি সংখ্যালঘু রঞ্জন কুমার সেনকে (৩৭) বিপরীত প্রার্থী মোশাররফ হোসেন মলমগীরের সন্ত্রাসী বাহিনী এলোপাথারিভাবে কুপিয়ে আহত করেছে।
এসময় তার বাম হাতেও মারাত্মক আঘাত লাগে। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপির সিংগাবাবু বাজারে রঞ্জনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ৮/১০ জনের একটি স্বশস্ত্র বাহিনী কোনো কথা না বলে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে।
প্রার্থীর ভাই নিকুঞ্জু কুমার সেন (ফটিক) ও স্থানীয় আব্দুস সালাম খান জানান, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এলাকাতে। সন্ধ্যার পর তার সমর্থকরা মিছিল করে প্রার্থী রঞ্জনের কাছে আসে। এমন সময় বেশ কয়েকটি মোটরসাইকেল এসে দাঁড়ায় বাজারে। মোটরসাইকেল থেকে ৮/১০ জনের একটি দল হাতে অস্ত্র নিয়ে এসেই রঞ্জনকে কোপায় এবং পাথর দিয়ে আঘাত করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে তার ঘাড় থেকে পিঠ পর্যন্ত কেটে যায়।
তাদের ধারণা নিরর্বাচনকে কেন্দ্র করে বিপরীত প্রার্থী মোশররফ হোসেন মলমগীরের পরাজয় সুনিশ্চিত জেনে এ ঘটনাটি ঘটিয়েছে। তারা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জোবায়ের ইবনে জায়েদ জানান, চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার পিঠে কোপের চিহ্ন রয়েছে এবং বাম হাতেও আঘাত লেগেছে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন পিপিএম জানান, দাদশী ইউপির ৬নং ওয়ার্ড সদস্য প্রার্থী মোশাররফ হোসেন মলমগীর ও রঞ্জন কুমার সেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রঞ্জনকে দুটি কোপ দেয়। সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় সদর থানায় প্রার্থীর ভাই নিকুঞ্জু কুমার সেন (ফটিক) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
রুবেলুর রহমান/বিএ