জিসিসি মেয়র মান্নান তিন দিনের রিমান্ডে
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) বরখাস্ত মেয়র এমএ মান্নানকে নাশকতার দুই মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের পৃথক দুই আদালত এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, জয়দেবপুর থানায় দায়ের করা মামলায় একদিন এবং কালিয়াকৈর থানার অপর মামলায় এমএ মান্নানের দু্ই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কালিয়াকৈর থানার মামলায় আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এবং জয়দেবপুর থানার মামলায় আদেশ দেন বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবদুল হাই।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল রাতে নাশকতার দুইটি মামলায় গ্রেফতার হন এমএ মান্নান।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ