ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ প্রার্থীর হাতে ঋণ কর্মকর্তা লাঞ্ছিত

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৪ মে ২০১৬

লক্ষ্মীপুরে ঋণ খেলাপি শনাক্ত করতে গিয়ে আওয়ামী লীগ সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীর হাতে আবু ছিদ্দিক নামে বিআরডিবি কার্যালয়ের পরিদর্শকের লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কুশাখালী ইউনিয়নের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
 
চেয়ারম্যান প্রার্থী নুুরুল আমিন সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আবু ছিদ্দিক সদর উপজেলা বিআরডিবি কার্যালয়ের পরিদর্শক ও কুশাখালী ইউনিয়নের ঋণ আদায়কারী।

বিআরডিবি কার্যালয় সূত্র ও ভুক্তভোগী জানান, কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন উপজেলা বিআরডিবি কার্যালয়ের ঋণ গ্রহিতা হিসেবে ১ লাখ ৩৩ হাজার টাকার খেলাপি ছিলেন। সম্প্রতি তিনি কয়েক কিস্তিতে ১ লাখ ৫ হাজার টাকা পরিশোধ করলেও ২৮ হাজার টাকা বকেয়া থাকে। এবিষয়ে বিআরডিবি কার্যালয় থেকে কুশাখালী ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার নিজান উদ্দিন সোহেলের কাছে লিখিতভাবে জানানো হয়। বুধবার দুপুর ২টার দিকে ওই কর্মকর্তার কার্যালয়ে ঋণ খেলাপিদের শনাক্ত করতে যান আবু ছিদ্দিক। এসময় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন ও তার ছেলে জুয়েল পরিদর্শক ছিদ্দিককে ধাক্কাধাক্কি ও কিলঘুষি মেরে শারিরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে। একপর্যায়ে ওই প্রার্থী খেলাপির টাকা পরিশোধ করেন।

তবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন জানান, তিনি ঋণ খেলাপি নন। অন্যায়ভাবে তার কাছ থেকে টাকা নেয়া হয়েছে।
 
এ ব্যাপারে সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাসেল সারোয়ার জানান, পরিদর্শক লাঞ্চিত করার ঘটনা দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
 
কুশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার নিজাম উদ্দিন সোহেল জানান, বিষয়টি তাৎক্ষণিক ইউএনও ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জানানো হয়েছে।

কাজল কায়েস/এফএ/আরআইপি

আরও পড়ুন