মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি লক্ষ্য করে গুলি
মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিমের প্রচার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ হোসেনের সমর্থক সোনা কাজী ও তার লোকজন গুলি ছুঁড়েছে বলে প্রার্থী আব্দুল হালিম অভিযোগ করেছেন। এসময় কেউ হতাহত হয়নি। আর এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।
অপরদিকে, মহম্মদপুর উপজেলার পলাশ বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলামের উপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
রবিউলের স্বজনরা জানান, হামলাকারীরা চিহ্নিত ও উপজেলা সদরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। ভাড়াটিয়া হিসেবে তারা এ হামলা চালিয়েছে। পুলিশের কাছে তাদের পরিচয় জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
মগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরাফাত হোসেন/এআরএ/এবিএস