ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরে বিএনপি নেতাকে জেতাতে আ.লীগের যত আয়োজন!

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৫ মে ২০১৬

লক্ষ্মীপুর রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক বিএনপি নেতাকে জেতাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরিয়া হয়ে কাজ করার অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন মুন্সি নির্বাচনী সভা ডেকে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কমিটির যুগ্ম -আহ্বায়ক আমির হোসেন ছুট্টুকে প্রকাশ্যে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এসময় তোফাজ্জল, ছুট্টর হাতে-হাত উচিয়ে তাকে (ছুট্টু) ভোট দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়।

চতুর্থ ধাপের নির্বাচনে বিএনপি নেতা ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য (মেম্বর) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তোফাজ্জল হোসেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে, ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদস্য প্রার্থী আনোয়ার হোসেন এ অবস্থায় ভোটের মাঠে বিপাকে পড়েছেন। এনিয়ে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

আনোয়ারের ভাষ্য মতে, দলের স্থানীয় নেতাকর্মীরা তাকে সমর্থন দিয়েছে। অথচ মোটা অঙ্কের টাকার বিনিময়ে জনবিচ্ছিন্ন বিএনপির ছুট্টুকে জেতাতে আওয়ামী লীগ সভাপতি ও কয়েক মতলববাজ বেপরোয়া হয়ে উঠেছে। তিনি সম্প্রতি পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে তাকে বাসার ভেতর থেকে আটক করে মদ ঘুঁচিয়ে দিয়ে দুই মাসের সাজা করিয়েছেন। তার সব নাটক বিএনপি নেতাকে জয়ী করতে। ভোটাররা ব্যালটের মাধ্যমে নাটকের জবাব দেবে।

আনোয়ারের অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ারের ছোট ভাই ইছমাইল হোসেনের সঙ্গে বোন শামছুন্নাহারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনাকে পুঁজি করে প্রায় তিন মাস আগে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল প্রথম সাক্ষী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করায়। সম্প্রতি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর আনোয়ার সদস্য প্রার্থী হয়। তোফাজ্জলসহ দলের সিনিয়র নেতারা আনোয়ারের হাতে সদস্য পদের মনোনয়নপত্র তুলে দেয়।

laxypur

পারিবারিক জিডির সূত্র ধরে রায়পুর থানার এসআই মো. শাহজাহান পুলিশ নিয়ে গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে সাগরদী গ্রামে তার (আনোয়ার) বাড়িতে যায়। এসময় তিনি ঘুমে ছিলেন, বাসায় পরিবারের অন্য কোনো সদস্যও ছিল না।

বাহিরে ও পেছনের দরজায় তালা মারা ছিল। পুলিশ তালা খুলে বাসার ভেতরে ঢুকে আনোয়ারকে ‘থানা যেতে হবে’ বলে জানান। এক পর্যায়ে এক পুলিশ সদস্য অন্য কক্ষ থেকে এসে বলে এক বোতল মদ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে মদ পাওয়ার বিষয় আনোয়ার প্রতিবাদ করে। থানায় নেয়ার পর আনোয়ারকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। এরপর ২৮ এপ্রিল আনোয়ার আদালত থেকে জামিনে মুক্ত হন।

এরপর গত মঙ্গলবার পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল বিএনপির ছুট্টকে দলীয় প্রার্থী পরিচয় করিয়ে দিয়ে ভোট দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়। এসময় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমির হোসেন ছুট্রু বলেন, আমি এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল-মত নির্বিশেষে ভোটাররা আমাকে নির্বাচিত করবেন।

বামনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মুন্সি বলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নির্দেশে বিএনপির ছুট্রুকে সদস্য প্রার্থী হিসেবে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছে। তাকে মদসহ আটকের ঘটনা নাটক কিনা, আমার জানা নেই। এ ঘটনার সঙ্গে আমার নূন্যতম সম্পৃক্ততা নেই।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এআরএ/পিআর