রায়পুরায় বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের বিএনপি প্রার্থী মো. ফকরুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী প্রেসক্লাব সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এসময় নীল নকশা ও প্রহসনের নির্বাচন বাতিল করে নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবিও জানান তিনি।
লিখিত বক্তব্যে মো. ফকরুল ইসলাম বলেন, সরকার দলীয় নৌকা প্রতিকের প্রার্থী ও সমর্থকরা প্রতিনিয়িত আমার নেতাকর্মী ও সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়াসহ ভয়ভিতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের বাধার মুখে গনসংযোগ চালানো যাচ্ছে না। প্রচারণা চালাতে গিয়ে আমাদের কর্মীরা তাদের রেষানলের শিকার হচ্ছেন। থানা পুলিশ ও রিটার্নিং কর্মকতার কাছে লিখিত অভিযোগ করলেও তারা তা আমলে নিচ্ছেন না। সবকিছু মিলিয়ে নির্বাচনে সুষ্ঠু পরিবেশের অভাব ও কর্মী সমর্থকদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদান্ত নেয়া হয়েছে।
সঞ্জিত সাহা/এফএ/পিআর