বিলে শাপলা তুলছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর
বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে মারা গেছে এক শিশু/ ফাইল ছবি
গাইবান্ধায় মায়ের সঙ্গে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা যখন শাপলা তুলতে ব্যস্ত তখন সে সবার অজান্তেই পানিতে পড়ে মারা যায়।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের কুমারগাড়ী বিলে এ ঘটনা ঘটে।
- আরও পড়ুন
বরিশালে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার
নেত্রকোনায় ১২৫ গ্রাম প্লাবিত, দুই শতাধিক বিদ্যালয় বন্ধ
নিহত শিশুর নাম রাব্বি মিয়া। তিন বছর বয়সী রাব্বি ওই গ্রামের মুনসুর আলীর ছেলে।
ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা মিয়া বলেন, শিশু রাব্বির মা রহিমা বেগম দুপুরে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যান। এ সময় রাব্বিও মায়ের অজান্তে তার পেছন পেছন যায়। শাপলা তুলে রহিমা বেগম বাড়ি ফিরে এসে রাব্বিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা বিলের পানি থেকে রাব্বির মরদেহ উদ্ধার করেন।
এ এইচ শামীম/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি