ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হুইপ আতিককে এলাকা ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৬ মে ২০১৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিককে নিজ এলাকা শেরপুরে অবস্থান না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের চতুর্থ দফাকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান ইসির নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে এক জরুরি বার্তায় একথা জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে ইসির উপ-সচিব ফরহাদ আহমেদ খানের বরাত দিয়ে তিনি আরো বলেন, ইউপি নির্বাচনে আগামীকাল শনিবারের ভোট সামনে রেখে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ হুইপ আতিককে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং হুইপ আতিকের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিক, যা আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসায় এই পদক্ষেপ নেয়া হয়। এছাড়া শেরপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের বিষয়েও বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

জেলা প্রশাসক ডা. এম পারভেজ রহিম জানান, ১৯৯০ সালের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন চলাকালে নির্বাচনী এলাকায় কোনো ভিআইপিকে পুলিশি নিরাপত্তা দেয়ার বিধান নেই। শেরপুর সদর থানার ওসি সেই আইন ভঙ করায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, শনিবার চতুর্থ দফায় শেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাকিম বাবুল/এআরএ/এমএস