সাতক্ষীরায় নাশকতার মামলায় ইমাম আটক
নাশকতা মামলায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বাইতুল নূর জামে মসজিদের ইমাম আজমীরকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বের হলে তাকে আটক করা হয়। তিনি দক্ষিণ ফিংড়ী গ্রামের লুৎফর রহমান লুতুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, আজমীর দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তাকে আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
- ২ ফরিদপুরে ঝোপের আড়ালে মিললো থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ
- ৩ বিএনপি জিয়ার আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি-সন্ত্রাসের রাজনীতি ধারণ করছে
- ৪ সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা কারাগারে
- ৫ দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধি হয়ে যায় না