ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:১৬ এএম, ০৭ মে ২০১৬

চট্টগ্রাম মহানগরীর খুলশী লালখান বাজার এলাকায় নাসরিন আফরোজা (২৬) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে  শুক্রবার রাতে বিষপান করলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতলে নেয়া হয়। পর সেখানে তার  মৃত্যু হয়।  

নাসরিন আফরোজা খুলশী থানাধীন লালখান বাজার হাইলেভেল রোড এলাকার জামাল হাজীর ভবনের বাসিন্দা। তার স্বামীর নাম সোহেল মিয়া। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে নাসরিন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিষপান করে। মুমূর্ষুাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, রাতে আফরোজা নামে এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। খুলশী থানা পুলিশ এ ব্যাপারে তদন্ত করেছে।

জীবন মুছা/এএইচ/এমএস